এই ঘরে আমার বসবাস বহু বছর
ভুলের ভিতর থেকে আরও বেশি ভুলের মাঝে!!
সারারাত অন্ধকারে বৃষ্টি পড়ে স্বপ্নের ঘরে
এই মেঘ কেটে যাবে ঠিক একদিন
হয়তো সেদিন তোমার ভুল তুমিই বুঝবে।-


আনন্দ করেছি সব'ই যে দান
তার বিনিময়ে কত যে অপমান
ব্যথায় ব্যথিত এই যে প্রাণ!!
আজ গাইবো যে বিরহের গান
আমার দুনিয়ায় সুখ পাখি যে তোমার নাম!!


অভিমানে কেটে গেলো তোমার কতোকাল
দেখা হবে না আর কখনো, না দেখে থাকতে হবে চিরকাল !!
শান্তি নেই নিদ্রাহীন জীবন
তোমার অতীতের মহল্লা হাঁটি সারাবেলা!!


কখনো দেয়নি ভালোবাসা
যা দিয়েছ তা শুধুই অবহেলা
তারপরে মুঠো ভরে কুড়িয়ে নিয়েছি হৃদয় মাঝে!!
ব্যথার চিহ্ন এঁকেছি বুকে
বেঁচে আছি হারিয়ে যাওয়ার চিত্রে ভেসে!!