পথের বাঁকে নিঃস্বঙ্গ একাকী শীর্ণ
জেগে ওঠে আমার বিছিন্ন আবেগের বর্ণ
মোর সুরে বেদনা তুলিয়া গেয়ে যায় গান
সেথায় দুলিয়া চলে দিশেহারা নাম তার অভিমান।-


আমি ভেঙ্গে করি চুরমার
সেখানে নেই কোনো বারণ শুধুই বার বার করি স্মরণ
হেঁটে পার করি এই অভিশপ্ত ভূমি
জানি এই ভুবনে ভালোবাসা সেও অনেক দামী।-