সারা শরীরে পেরেক গাঁথা
আমি যাই যে ভাই খসে,
সবার চোখের সামনে ভেঙে যাই পড়ে
ব্যথা পেয়ে গিয়েছি প্রেমে ফেঁসে।-
জমেছে অনেক ভারী ব্যথা
নাইবা যদি কেউ দেখে,
কোনোদিন আর জাগবে না প্রেম মনে
প্রেমের নামে অপবাদ লিখবো আজীবন এঁকেবেঁকে।-
কে রাখিবে কলম ধরে
জীবনধারায় বহিছে অভিযোগ প্রকাশ মিলে,
আমাকে করেছে বাধ্য যারা
ব্যথার সুরে অভিযোগ লিখে যাবো তাদের নামে মন খুলে।-
কত স্বপ্নেরা ভেঙে পড়ায় বুকে জমেছে ব্যথা
ঘুম নয়, স্বপ্ন নয় ব্যথা জাগে মনে,
কেড়ে নিয়েছো স্বপ্ন আর ঘুম
মেঘের ছায়া পড়ে চোখের কোণে।-
চোখে মোর আসে জল
অকূলে ভাসিয়ে ভেলা,
জীবন হয়েছে কংকাল
যেথায় শুধু পরাজয়ের মেলা।-