বিষন্নতায় পথ হেঁটে
দুই নয়নের নীচে কালো দাগ
চোখের জলে বুক ভাসে!!
কষ্ট আমার জীবন সঙ্গী
অনুভব করি কষ্টের নীল রঙ
বাস্তবতা এতো কঠিন পাহাড় সমান ভারি!!
কল্পনাতে শুধু তোর ছবি আঁকি
ঐ দূর নীল আকাশে প্রতিচ্ছবি
বিরহ ব্যথা ছেয়ে গেছে জীবনে!!


তুমি ভালোই করেছো আমায় কষ্ট দিয়ে
এখন আমার সব কিছুতে হাসি পায়!!
ঘুম থেকে উঠে কষ্ট শুরু, অনলে পুড়ে ভিতরটা ছাই
দিন রাত নিজেকে নিজে খুঁজে বেড়াই!!
রক্ত মাংসে গড়া জীবন পাথরে পরিনত
কষ্ট ভরা এই বুকে সীমাহীন বেদনা!!


রাতের গভীরতা যত বাড়ে
আমি নিজেকে হারিয়ে ফেলি তোমার গভীরতায়
আমার স্বপ্নের প্রিয়জন মেঘলা তুমি!!
তোমাকে খুঁজতে খুঁজতে আমি নিজেই নিখোঁজ
অথচ তোমার মন থেকে আমাকে মুছে ফেলেছ কত আগে
ভালোবাসা কতটা মরীচিকা আমার হৃদয় ক্ষত দাগ!!
আমি ভালোবেসে দেখেছি স্বপ্নগুলো কিভাবে হেঁটে চলে যায় অন্যের দুয়ারে
আরো দেখেছি আমি অন্যের আকাশে পাখি ডানা ঝাপটায়!!