কেউ দূরে, কেউ কাছে
ভাঁটির টানে বয়ে গেছে দূর নীলিমার সাজে
মাঝে মাঝে অন্তর চক্ষু পিছু হাঁটে
উঁচু আকাশের উঁচু বুকে সাঁঝের তারার খোঁজে!!


চুপিসারে উঁকি মারে হৃদ মাজারে
দেখা দেয় গভীর স্মৃতির ঢেউয়ের তীরে
ভাবনা এসে জুড়ে বসে বুকের আরো গভীরে
সমুদ্রসৈকত পাড়ি দিয়ে ঢ়ের দূরে!!


নিজেকে পোড়াবো না আর কোনো
অবিদিত মায়ার ছলে,
মক্ষিমলের মত গলবো না আর কারো
উত্তপ্ত প্রেমে জ্বলে!!


একটু খুশির সুখে ঝাপিয়ে পড়ি অশ্রুজলে
শরীরের উত্তপ্ত আগুন শীতল করণের ছলে!
তিন বেলা আগুনে পুড়ে এক বেলা থাকি সুখে
তবুও হাসি রাখি দু ঠোঁটের ফাঁকে!!


ভয়ে অভিমানে অনুভবে
যতখানি তোমাকে দেখায়
ততখানি তোমাকে রোজ দেখি স্বপ্নে
স্বপ্নে মরা স্বপ্ন কাঁদায় নয়ন জলে!!