সত্যি সত্যি ভাবছি আকাশটা কালো না সাদা
নিজেকে পুড়াচ্ছি রোদ্রে আবার অন্ধকারে
কালো আঁধারে নীল আকাশের রঙ কালো
ভাঙা জানালায় উঁকি মারে চাঁদের আলো
আমি দৌঁড়ে যেতে সামনে অন্ধকার ছায়া
জানালার ওপাশে জ্যোৎস্না এপাশে কালি কয়লা
আমি বারবার দরজা খুলে দেখি বৃষ্টি চলে এখনো
সুখের লাগিয়া জলে ভিজি দিবারাত্রি
দাঁড়িয়ে থাকি সাগরের বুকে
দূর থেকে দূরে স্বপ্নে গুটিগুটি পায়ে হেঁটে চলে
এইসব আমার কাছে আবেগ
অন্ধকার হলে আগুন জ্বলে তোমার ছায়ায় যাচ্ছি পুড়ে।-