সুখতো স্বপ্ন আশার মাঝে
খেলে কত লুকোচুরি,
সুখ কি কোনো খাবার
নাকি কাঁচা তরকারি!!
হাসি খুশির মাঝে একচিমটি সুখ
লবণের মতো গুণগত মান,
কষ্ট তো সবার আছে
সুখ কি সবার কাছে আছে সমান সমান!!
সুখ কখনো কখনো বিপদ নিয়ে আসে
ক্ষণিকের মায়ায় ভালোবাসা জন্ম নেয়,
এইটুকু সুখকে মনে হয় একটা বিশাল অজগর সাপ
বিষধর ছোবলে কামড়ে দেয়!!
সুখ তুমি মরীচিকা, জীবনের শ্রেষ্ঠ অসুখ,
দুঃখ নিয়ে বাঁচতে হয় সুখের সময়
সুখ তুমি পিছু হাটো সুখের সময়
সুখ তুমি মানুষের সুখের জন্য নয়!!