বারেবারে ফিরে আসে ভাঁটার টানে
তোমার ফেলে দেওয়া স্মৃতি,
এই ভয় জাগে মম মনে
কি শক্তিশালী কীর্তি চিত্তে নেই সুস্থি।-


সবাই আমায় নিয়ে অট্টহাসি হাসে
আমি নাকি বড্ড বেশি ভীতু,
অথচ তাঁহারা যদি দেখতো মম মনের গভীরতা
তবেই বুঝতো মোর হৃদয়টা কত উঁচু দৈর্ঘ্য পাথরের সেতু।-


দুঃখের বাড়িতে মোর বসবাস
আমার জীবন মাঝে ক্লান্ত দিশা
মোর দুঃখের সময় তুমি তোমরা হাসো
সেদিনও দিয়েছিলে তোমা হৃদয় থেকে ভালোবাসা।-


মনে হয় সেদিন করেছিলে অভিনয়
এই ভুবন জুড়ে ভুবন কাঁদাও তুমি,
তোমার অভিনয় সেও আমার জীবনে বিখ্যাত ক্ষয়
সুখহীন বেদনা পুষি নিজ ঘরে আমি।-