অশ্রুজলে মুছে ফেলা
সুখের কণা ধুলোবালি,
অশ্রুজলে ভেসে যাওয়া
আবার চরণ ফেলি নয়ন খুলে!!


কষ্টের ঢেউয়ে ভেসে গিয়ে
পথভ্রষ্ট অবশেষে!
এক মুখ হাসি দেহে ছড়িয়ে
আঁধারে গিয়েছি শূন্যে মিশে!!


ক্লান্তিকর অনুবর্তনে
স্বপ্ন জেগেছিলেন আর্তনাদে!!
একফালি ছায়া কাঁপে অনুশোচনার
দীপ শিখার কম্পনে!!


তবো যে এখনো খুঁজি
শূন্য বনের এক কোণে,
যেখানে এসেছিলে মৌমাছির ডানা মেলে
পুষ্পরসের আহারণে!!


আজও অপেক্ষার শিকল পা'য়ে বেঁধে
দাঁড়িয়ে আছি গহীন জলে,
তবো ভালোবাসি নিদ্রাহীন রাত্রিযাপন
সমুদ্রের স্রোতের অনুকূলে!!