সুখের রকমারি
আহা এ কি হামারি!
আলতো ছোঁয়ার হাতছানি
না হয় দিলে একটু গাল টানি।-


শিশির সিক্ত সোনালী ভোরে
ঘুম ভাঙ্গলো ভোমরের সুরে
কোকিল গান গাচ্ছে ঐ দূরে
মিষ্টি মধুর সুস্বরে।-


গ্রামের চার পাশে মাঠ ভরা
সোনালী রঙের ধান-
দেখে তৃপ্ত মোর এই মন
চাষির মুখে সুখের গান
শুনে মোর জুড়ালো মন প্রাণ।-