বুকের মাঝে গভীর আবেগ নিয়ে
আমার মন মন্দিরের সারাবেলা স্বপ্নেরা ঢেউ তুলে!!
হৃদয় নামক মস্ত বড়ো ছাদে বসে
দু'জনে মিলে গল্প করবো জ্যোৎস্না রাতের চাঁদের কিরণে!!
তুমি কী তাতে ভীষণ বিরক্ত হবে?
নাকি সারা রাত আমার বুকে মাথা রেখে গল্প করবে,
কতো আবেগ প্রতিদিন কবিতার কানে কানে বলা হয়
সেখানে লিপিবদ্ধ হয়েছে যার নাম
তার মধ্যে ডুবে যাই চেতনার ভরে
সে তো আবেগ হয়ে ভালোবাসার সাথে মিশে গেছে হৃদয় জুড়ে!!
এটাও সত্যি বটে আমি ভালোবাসি তোমাকে
কিন্তু বলা হয়নি আজও,
লুকিয়ে দেখা আর লুকিয়ে ভালোবাসা ছাড়া
এর বেশি কিছু হয়নি এখনো!!
কিভাবে হবে বলো,
সে তো অন্যের জন্য অঝরে কাঁদে অশ্রু স্রোতে ভাসে!!
আমাকে কীভাবে বুকে দিবে ঠাই
সে তো ভালোবেসে ছিলো দৃঢ় বিশ্বাস নিয়ে কোনো একজনকে ভাই
তার জন্য চোখের জল ফেলে দিন রাত, ধ্বংস করে নিজের জীবন টা-ই!!
তার জন্য বড্ড মায়া হয়, কিন্তু কিছুই বলতে পারি না, কেনো জানি না, এমনটা প্রকৃতি আমার সাথে কেনো করে হায়!!
তার তো কোনো অন্যায় নাই
শুধু শুধু আমি তাকে অহংকারী ভেবে যাই!
মাঝে মাঝে ভুল বুঝি সে অবহেলা করে আমাকে তাই
কি আজব ব্যাপার আমি তো তার কোনো অনুভূতিতে নাই,
শুধু শুধু আমার অভিমান করাটা অন্যায়
আমি কীভাবে তার কাছে পূর্ণ অধিকার চাই!!
আসলে সে নদীর স্রোত থেকে উজানে ভেসে কূলে আসিবার নাহি চায়,
হয়তো তার মনের বিশ্বাসের দরজা বন্ধ হয়ে গেছে হায়
স্মৃতির অনলে পোড়াচ্ছে তাহার হৃদয়
এমতো অবস্থায় কোন মুখে ভালোবাসি বলা যায়,
মূর্খের মতো নিজের স্বার্থ কখনো খুঁজি নাই ভাই!!


অজানা থাকুক তার নাম, তবে সত্যিই তাকে খুবই ভালোবাসি মনে মনে, অনেক দূরের মানুষ ভেবে সে অবিশ্বাস করবে সেই ভেবে বলা হয়নি কখনো, তবে প্রথম দেখায় তাকে ভালো লেগেছিল বলে, নিজ থেকে কথা বলে ফ্রেন্ড হয়েছিলাম ফেইসবুকে অনেক কষ্টে খুঁজে, এখনো মাঝে মাঝে কথা হয় এসএমএসে, সে বিরক্ত হবে ভেবে বেশি কিছু বলা হয়নি ভয়ে, কারণ তার একদিন রাগ দেখেছিলাম কর্ম স্থানে চোখের সামনে।-