অমীমাংসিত জিজ্ঞাসা
============

স্বচ্ছ দর্পণে নিজের প্রতিবিম্ব’র সামনে থমকে দাঁড়াই
এই কী আমি ?
কতদিন খুঁজেছি নিখুঁত সত্য
যা এক কালে ছিল ধারণা হয়।  
কতদিন হল মরেই আছি পড়ে-পুনরায় স্থির হবে কি শীড়দাঁড়, ক্ষণকালে?
বহুদিন স্বপ্নগুলো ধূসর আর অসার, ভগ্ন কাচের মতন বিচূর্ণ।
দিনকে দিন নীল জলের অতল ডুবে যাই কেবল।


আর কত অঘটন সংগঠিত হলে পরে
থামবে কোলাহল?
সময়, হে ঘটমান সময়
আর কতদূর মহাকাল ?
আর কত দেখতে হবে  জাতি-জাতিতে বিবেধ  ধংস,পত্তন ?
বিপর্যস্ত মানবতা ফিরে পেতে  
যেতে কী হবে
তৃতীয় মহাযুদ্ধে ?


নিঃসঙ্গতার প্রলয়ে তরী ভিড়েছে তিমির তীরে
কতকাল ভুলে  থাকলে, বিস্মৃতির পর ফিরে পাবো বিবেক ?
জন্মক্ষণে রিক্ত হস্তই কি ছিলনা শুধু সম্বল ?
কতটুকুই ছিল তার লুকানো ?
আজই বা কতটুকু উম্মুক্ত...?!!

[কবি ‘ওনিনেচি’ -ছদ্মনাম, 5/10/14, কুলাউড়া]