গহীনে পদযাত্রা
============


পদ চিহ্ন ধুলোয় এঁটে, দু'পায়ে হেঁটে চলেছিনু পথে, নিরুতিপায়ে
মেঘহীন নিদাঘ গগন, সুর্যের মত দু' চোখ জ্বলে ।


জীবন কী ছিল এতোই ভুলে ভরা?
নিগূঢ় অবক্ষিত অ্যাখ্যান, বহুকাল আগে রং জ্বলেছে!
কোলাহল থেকে মুক্তি। বাতাসে পাই নিবিদ উদ্রেক
সেই বা ভুলি কেমনে?
এই নিধুঁবনে বেঁজেছিল মোহনীয় সুর
বাঁশরী সুরে মেতেছিল হনূমান, আমিও মেতেছিলুম প্রেমে !
গেয়েছিলুম জীবনের অবগাহন ।।

সে কী নিষ্ঠুর অতীত?
ভাঙ্গনের টানে শস্য জমিন হয়েছে লীন
ফসলটুকু, তা'ও গেল অন্যর ঘরে !
এতই কী নিরোধ- জীবন, প্রেম, ভালবাসা, রাজনীতি ?
সেও মিথ্যে- ঠোঁটের কম্পন, চুম্বনের স্পর্শ ?


সময়ের স্রোতে, ভাঙ্গনের খেলাছলে
হারাইনু যা, তা'ও ধুয়ে নিল কালিগঙ্গার জলে।
রহেনু যাকিছু পাছে, রাখিনু তোমাদের তরে।
বেলায় বেলায় বের হয়েছিনু পথে
দু' পায়ে ভর দিয়ে যেতে হবে-দূরে
বহুদূরে!!


[কবিঃ ‘ওনিনেচি’-(ছদ্মনাম), ১২/১/১৩, টেকনাফ]