একেলা পথে হেটে হেটে এসেছি বহুদুর-
অচেনা এক রাজ্যে যার নেই পরিচয়,
আপন স্বজন বলতে কোন রূপণ পাইনি-
শুধু পেয়েছি শূন্যমাঠে ব্যর্থ আশ্রয়ণীয়।


পরাজিত খেলায় আমার নেই যে অস্তিত্ব-
বিবেচিত কিছু ধারনা আজ অকেজো,
ভুল পথের পথিকশালায় হয়েছে বিলিন-
রাত জাগা স্বপ্ন আর কঠোর মন পুঁজো।


জীবনের তরে পহেলি আর অন্ত খুঁজিনি-
পরের স্বার্থসাধন দেখে দেখে মুগ্ধ হই,
বুঝি সব তবু না বুঝার ভাব নিয়ে চলছি-
যেন কারো পথে কভু বাধা না দাঁড়াই।


কি ভেবে যে মাঝেমধ্যে ছেড়ে দেই হাল-
হিংসার জগৎসংসার তুচ্ছরূপ বিলায়,
অসত্যের জয় আর ছলনার মায়াজাল-
মানবের মনে গভীরত্ব খুঁড়ে দিল ধরায়।


বিস্বাদের এই জঙ্গলে বিশ্বাসঘাতক সব-
যার আছে যোগ্যতা সে হয় অপরিপূর্ণ,
পাপের মেলায় আজ বিলুপ্তপ্রায় সাধক-
কাব্য কিবা জ্ঞানী সাধারণধর্ম কর্ম পুণ্য।


দুর বহুদুর দেখছি ঘুরেঘুরে ভাবছি শেষে-
এভাবে একদিন আমার হবে পরিবর্তন,
হবে না হয়তো বাড়ি ফেরা মায়ের বুঁকেতে-
নিষ্ঠুর দুনিয়াজোড়া দিবে যে জ্বালাতন।


আর পারছি না এইভাবে চলতে ক্লান্তিকর-
অভিশাপ্ত পথ পাড়ি দিয়ে সফলতায়,
একটু বিশ্রাম চাই হয়তো শেষ এখানেই-
ব্যর্থতার যন্ত্রনা সত্যস্বপ্ন পুড়িয়ে বিদায়।