অন্যায় কিবা ভুল যদি হয় কভু-
শাসনে হতো নিজের পথ ঠিক,
অল্পতা নয় যার মমতার প্রচ্ছদ-
অসামন্য ভালোবাসায় প্রেমিক।


মাথার ঘাম পায়ে ফেলেন যিনি-
বৃষ্টির জল ঝড়ে মাথার উপরে,
তবুও নয় তিনি ক্ষান্ত ক্লান্তিহীন-
সন্তানের চাহিদা সব পুরন করে।


একফোঁটা কষ্ট যার মনে হয় না-
নিজের শত যন্ত্রনা বিষাদ ভিরে,
সন্তানের মুখের আহারে মিটেছে-
নিজেরই ক্ষুদার জ্বালা হাজারে।


যার তুলনা করা যাবে না বিশ্বতে-
নেই হবেনা এমন দরদী আপন,
গায়ের চামড়া কেটে জুতো দিলে-
ফুড়াবে না যার ঋণ বিশ্ব ভুবন।


আমার বাবা তিনি আমার বাবা-
ভালো হোক মন্দ হোক সংসারে,
কিবা হোক নিচু স্তরের একজন-
আমার বাবা শির সবার উপরে।


অভাবের ঘরে জন্ম তবুও আজ-
অভাবের ছোঁয়া মিলেনি কখনো,
চাওয়ার আগে পেয়েছিতো সবই-
যায়নি কিছুঈ জীবনের হারানো।


এক পলক আড়াল হলেই তিনি-
হতেন ভবে কতটা পাগলপারা,
অসুখ হলে কভু যার নিদ্রা দুরে-
অপেক্ষায় থাকতো পেতে সাঁড়া।


আজও রাতে বাড়ি ফিরতে যদি-
দেরি হয়ে যায় বা রাত্রি খুব হয়,
কুয়াশা ভরা শিতে কিবা গরমে-
লাইট হাতে দাঁড়িয়ে রয় রাস্তায়।


মিষ্ট গালি তার আজও শুনছি-
শুনতে চাই জনমভর ধরনীতে,
বাবা আমার খোদার নেয়ামত-
বিরামহীন স্নেহ ভালোবাসাতে।


প্রিয় বাবা তিনিই আমার বাবা-
পৃথিবীতে বাবা সমতুল্য কেবা,
খুব বেশি না হয় অল্প যদি হয়-
ভালোবাসি খুব খুব বেশি বাবা।