সোনা বন্ধে পাগল করে-
লুকাইলো কই?
আর যে এলো না,
পন্থ পানে চেয়ে থাকি-
দিন যে কাটে না।
বন্ধুর প্রেমে মন মজাইয়া,
প্রেমের বাঁশরি বাজাইয়া।
ডাকি তারে প্রানের বন্ধু,
ফিরে আসবে তাই!
এ ডাকাতে দিন যে গেলো,
বন্ধু আমার না ফিরিলো।
মনের দুঃখ মনে রইলো-
কেউ বুঝে না।
প্রানের বন্ধুর মনের রইলে-
আসিতোই সই তাও না,
চিঠিও নাই পত্রও নাই-
খবর লইলো না।
যে রূপ দেখে পাগল হইয়া,
দিলাম জীবন সপিয়া।
ঐ রূপ কি আর কোন দিন-
দেখতে পাবো না!
আমার চাওয়া চরন আশা-
বন্ধুর প্রেমে ভালোবাসা-
আর কিছু চাই না,
সুঃখে থেকো ভালো থেকো-
বদরপুরী কয়-
তোমার নামে লিখে যাবো-
শান বন্ধনা।।