( উৎসর্গঃ এডমিনবৃন্দ বাংলাদেশ সাহিত্যের ছোঁয়া পরিষদ)
     একটি ফেইসবুক গ্র“প


কাব্যের বালুচর হয়েছে অন্তর
হারিয়েছে মন আপন ঠিকানা
পেয়েছে প্রানটা সাফল্য সুভাস
কাব্যের মেলায় হলো অচেনা
বসেছে সুরের বালি চুপ করে
থমকে দাঁড়িয়ে বর্ণময় ছন্দ
চারদিকে পড়েছে লেখালেখি
ভাসছে কবির মুগ্ধকর গন্ধ
কবির খাতায় লিখে যায় নাম
নিজ উপমা করে প্রকাশিত
দেশ জাতি ধর্ম কর্ম সব কিছু
সত্য বলে হবে আলোকিত
এক কাব্য ফুঁড়াবে আজকের
নবীণ কবিদের মনস্কামনা
তুলে ধরবে অসহায় দুঃখির নীরর
অধিকার কতটা লাঞ্চনা
প্রেম বিরহ বিদ্রোহ কত প্রকার
লিখেছে কবি মন ভরার
কাব্যের বালুচর তোমার আমার
প্রিয় গ্রন্থ হবে পাঠকরার
নাসিম ভাবে বারেবার এ কথা
সকল প্রচেষ্টা সফল হবেতো
জনি বলে ভাই সাহিত্যের ছোঁয়া
সফলতার ছোঁয়ায় ভয় নেইতো
মাসুম ও মানসুর বিশ্বাস করে
কাব্যের হয়েছে হবেই জয়
সুজন ইমরান ইবরার ও রুদ্র
সাহিতের ছোঁয়ায় রবে নিশ্চয়