আজ কি কোনো কথা বলা যাবে?
নাকি স্বাধীনতা শুধু তোমাদের কাছেই,
আমি সেই বায়ান্নতেই পরে।
আজও কি আমার মুখের বুলি কেঁড়ে নেয়া হবে?
অন্ধকারে কারাগারে বন্দী করে নেবে?
তবে কোথায় পেলাম স্বাধীনতা মোর,
আমিতো সেই সেই বায়ান্নতেই পরে!
অত্যাচারের ভয়ের কাছে মাথাই ঝুঁকাতে হবে
তবে একাত্তরের স্বাধীনতা কেনই এনেছিলে?
স্বাধীনতাতো সব তাদের কাছে বিক্রি হয়ে গেছে,
আমার বাজার শুন্য হয়ে রুক্ষ হয়ে আছে।
স্বাধীনতা মোর স্বপ্ন হয়ে স্বপ্নেই মিশে আছে,
আমি যে সেই আগের মতোই বায়ান্নতেই পরে!