আমি ধূসর হই,স্বপ্ন হারাই তবুও ছুটে চলি,
আমি হাসি মুখে কথা বলি।
আমি জনসম্মুখে ভালোবাসায় মাখামাখি কোনো অবুঝ,
আমি নিজের কাছে একাকী নীরবে শুধুই উন্মাদ নিষ্ঠুর,
আমি হত্যা করি শত সু্প্ত স্বপ্ন যত;
তবুও যেন বেঁচে থাকি যুগ যুগ ধরে এ পৃথিবীর বুকে
মহা নায়কের মতো। কেউ চেনেনা আমায়,কেউ জানে না,
শুধুই আমার নীরবতা আমাকে চেনে।
আমি যে মুখোশ হয়ে আছি যুগ যুগ ধরে
ঠিক তোমাদের মতো করে।