খোকা আজ তুই অনেক বড় হয়েছিস!
এ হাত ছেড়ে বহু দূর হাঁটতে শিখেছিস,
চলে গেছিস অনেক দূরে।
আমি যে আজ
ভিনদেশি কোনো পথিক হয়ে গেছি তোদের কাছে,
যে পথিক আধুনিকতার মাঝে-
এক আগাছা হয়ে আছে,
যার মূল্য নেই কোনো জীবনের কাছে,
যে আত্মা হাড়িয়ে বেঁচে আছে কাঠের পুতুলে-
বটের মতো বৃদ্ধ হয়ে গেছে।
আমি আজ অভিশাপ হয়ে আছি সমাজের তরে!


খোকা তুই সত্যি আজ অনেক বড় হয়েছিস!
অপরিচিত মুখোশের ভিড়ে
তুই ভালোবাসা খুঁজে ফিরিস।
তোর শহর আলোকিত রয় রাতের আঁধারে,
স্বপ্ন বুনিস তুই রঙিন সুতো দিয়ে,
আর আমার এ পৃথিবীতে-
সূর্য উঠে তবুও অন্ধকার এ শহর,
ছোট্ট কামড়ার একটি বেড যেন সাড়ে তিন হাত ঘর।