নিঃসঙ্গোতার আবেশ
অমাবস্যার এই রাতে,
লুকোচ্ছে চাঁদ মেঘের আড়াঁলে,
শান্ত চারোপাশ স্তব্ধ নগরী,
দূরের ঐ পথ কে দিবে পাড়ি?
সভ্যতার শিকল ছিঁড়ে ফেলেছি আজ
যাযাবরের ন্যায় বসবাস আমার,
এই পৃথিবী এই দেশ
কিছুই আমার নয়,
এতো শুধু আলো-ছায়ার মাঝে এক ছদ্মবেশ।