বিধ্বস্ত ছায়াপথে ঘূর্ণয়নরত সমাজ,
নক্ষত্রের কাশবনে  দরিদ্রতা দিচ্ছে হাতছানি।
এ যে তোমার আমার দুজনের মন গড়া গণিতের ফল,
সূত্রের অপব্যবহারে তিলেতিলে মরছে আজ মানব সকল।
কি হবে আর এসব করে অসহায়ের অন্ন কেড়ে?
সুখ নেই কোনো অর্থের মাঝে,
প্রাচুর্য কি আর ভালোবাসা দিবে?
চলোনা বাঁচি নতুন করে সুখি মানুষের মতো আলোর পথে,
এ পৃথিবী তবেই মনে রাখবে তোমার আমার অনুপস্থিতিতে।