এ জীবনে বেশ আছি,
বিষন্নতায় খুব একাকী,
একান্তই আপন মনের-
বিষাদগুলো বন্দী করে রাখি
ছোট্ট কুটিরে হৃদয় নামের শূন্য পৃথিবী।
এ জীবনে বেশ আছি,
কোন চাওয়া নেই, পাওয়া নেই,
কিছু হারাবার কোনো ভয় নেই,
যেন ধুসর মরুভূমি।
ওরা বলে-
এ আবার কেমন কি, কিসেই বা এর তৃপ্তি?
আমি বলি জীবিত লাশের রং ছবি যেমন
মরুভূমির উষ্ণ বালির মতন,
ঠিক তেমন, খুব সাধারণ।