অন্তরের গভীরতা যায় না জানা সহজে
মুখোশের আড়ালে শত মুখোশ অজানা।
কে আপন কে পর দু কুলেরই মাঝি সবাই,
কখনো ভাটা কখনো জোয়ার
অথবা বৈশাখী ঝড়।
আসলে মানুষ এমনি হয়,
শিখর গাথা আছে মাটির ভিতর,
স্বভাবে মোরা সবাই উভচর।