অন্ধকারাচ্ছন্ন চারপাশ কেমনযেন
স্তব্ধতাটাকে আকরে ধরেছে,
দূর আকাশের ঐ চাঁদটা
মেঘের আড়াল থেকে আলো বিলাচ্ছে ।
ঠিক এই সময়, হয়তো কেউ !
জানালার ফাঁক থেকে চাঁদটাকে দেখছে-
আর দিনের সব গল্পগুলো বলেযাচ্ছে
বিষণ্ণ মনটাকে হালকা করতে ।
হয়তো কেউ অতীতটাকে জড়িয়ে ধরে-
বিয়ামহীন কেঁদে যাচ্ছে,
আবার হয়তো কেউ
স্বপ্নটাকে নিজের মতো করে-
রঙ তুলিতে আঁকছে মনের ক্যানভাসে,
হয়তোবা কেউ আবার
নতুন সূর্যটাকে দেখবে বলে-
ঘুমিয়ে পরেছে শান্ত মনে ।
আর আমি লেখক না হয়েও
লিখেযাচ্ছি তাদের গল্প রাত্রি জেগে,
কারণ, আমি জানি
এই পৃথিবীর সকল গল্প শুরু হয় রাত্রি থেকে ।