আমি ক্লান্ত আজ
চোর-পুলিশের এই খেলায়...।
ধোঁকায় মিশে পুরোটা জীবন,
তাইতো আজ ভয় হয়-
বিশ্বাসে নিজের উপর,
যদি মায়াজালে আঁটকেপড়ি...!
নিজেকে নিজেই ভুলে গেছি আজ,
চারোপাশের এই ভিড়ে -
হাঁরিয়ে ফেলেছি নিজেকে,
অনেক খুঁজেছি, হেঁটেছি অনেকটা পথ,
শত কষ্টের মাঝে পেয়েছি খুঁজে
মিথ্যে-শয্যাকে, নিজের বিনিময়ে,
তাই আজ ক্লান্ত আমি
চোর-পুলিশের এই খেলাতে...।।