আমি যদি পালতোলা নৌকা হই
তবে তুমি স্রোতধারা,
আমি যদি বর্ষার বৃষ্টি হই
তবে তুমি মেঘমালা,
আমি যদি কোকিল হই
তবে তুমি বসন্ত,
আমিতো তোমাতেই বিরাজমান
তোমার হাত ধরেই এই পথচলা।
আধাঁরের মাঝে-
হাতবাড়ালেই খুঁজে পাই তোমায়,
স্বপ্নটাকে আপন করে রং-তুলিতে আঁকা
সেতো তোমার কাছেই শেখা,
তোমার মাঝেই খুঁজে পাই নিজেকে
তোমাতেই অস্তিত্ব আমার।