বেলা শেষে সন্ধ্যা হলো এবার,
আঁধার ঘরে দুখিনী মা একলাপড়ে
প্রদীপখানা জ্বালাবে কে ?
সবাইতো গিয়েছে চলে
আপন মানুষ ছেড়ে অনেক দূরে ।
জোনাকির ঘুরাঘুরি জানালার ধারে
চাঁদের আলোয় আলোকিত উঠোনের চারপাশ,
আর এদিকে দুখিনীর একাকী বসবাস,
ওই দূরে শিয়ালের দল কেঁদে-মরে
ভাবে সে একলা ঘরে, এইবুঝি মরণ এলো তার দুয়ারে ।