এখনতো মাটির ভেজা রক্ত শুকোইনি
তবে কেন তোমরা শান্ত?
মাত্রতো পঁয়তাল্লিশ বছর হলো
এতো তাড়াতাড়ি ভুলে গেলে সব?
তবে কেন যুদ্ধ করেছিলে?
আপন মানুষের হাতে মরা থেকে
অপরের হাতে মৃত্যু অনেক ভালো,
কেন এ আগুন জ্বলে
জ্বলে-পুড়ে হয় সব ছারখার?
কোথায় আজ প্রতিবাদীরা তোমাদের-
শিরায় শিরায় রক্ত প্রবাহ কি বন্ধ হয়েগেছে আজ?
তবে কেন আজ তোমরা শান্ত?
গর্জে উঠো আরেকবার,
ছুটে যাবো মানুষেরত্বরে,
বিদ্রোহী হবো আবার এই নরপিশাচদের বিরুদ্ধে,
সময় এসেছে জাগবার।