তোমরা কি কখনো আকাশ দেখেছো?
আমি দেখেছি, রাতের আকাশ!
যে আকাশে শত শত তারা খেলা করে
আর চাঁদ পরিপূর্ণতা ছড়ায়-
আমি সে আকাশ দেখেছি।
খোলা আকাশের নিচে শুয়ে থেকে
আমি কথা বলি তার সাথে।
অভিমান যত তা শুধু তার সাথেই লেনদেন,
সে হাসে, কাঁদে,ভালোবাসে দূর থেকে শুধুই আমাকে।
পুরোটা আকাশ-ভুমি আমায় চেনে
প্রতিটি তারা,মেঘ,জোনাকি,ঘাস,শিশির সব!
সবাই আমাকে চেনে।
শুধু আমি নিজেই অপরিচিত নিজের কাছে।


তোমরা অন্ধকার ভয় পাও
আর আমি তার মাঝেই পথচলি।
সত্যি বলতে আমারও ভয় হয়
তবে অন্ধকার নয় সেতো শুধুই আলোকে।
আমি আলো ভয় পাই ভীষণ ভয় পাই,
যে আলোর প্রতিটি সকাল
আমায় তুলে ধরে তোমাদের কাছে "পথ শিশু" নামে,
যে আলো শত শত প্রশ্ন জাগায় আমার পরিচয় নিয়ে,
যে আলো আমায় ভালোবাসে না শুধুই যন্ত্রণা বাড়ায়
আমি সেই আলোকে ভয় পাই ভীষণ ভয় পাই।


আমিতো পথ শিশু নই শুধুই শিশু হতে চেয়ে ছিলাম,
আমিতো একটুকো আলোর খোঁজে এসেছিলাম
আমিতো পথ শিশু নই শুধু-
তোমাদের মতো করে একটুকো বাঁচতে চেয়ে ছিলাম।