বালুচরের পাড়ে-
জলরাশির জোয়ার-ভাটা,
সূর্যের কিরণে ঝলমলে সীমান্ত।
গভীর ভাবে মনেহয়-
এখানেই খুঁজে পাওয়া যায় জীবন মানচিত্র,
শুষ্ক বালির মাঝে
লাঞ্ছিত সমাজের বঞ্চিত চিত্র।
সুখের পাড়ে হাহাকার মানুষ
দুখের চাদর জড়িত,
চুষে খাচ্ছে সবটুকো সুখ
কে বলবে কি কাকে?
সবাইতো হাড়-ভাঙ্গা হয়ে,
মনবল ছেড়ে বসে আছে-
এই সীমান্ত তীরে।
অন্যদিকে স্নিগ্ধ বালি শীতল আবেশে
সূর্যের কিরণে ঝলমলিতো।
সবটুকো সুখ তাদের কাছে এসে-
উপচে পরেছে।