আমি সূর্যোদয় দেখেছি!
শত আঁধারকে জয় করে
ভোরের আলোয় মুখরিত হয় চারিপাশ,
পূবের আকাশে মেঘমালা রাশি রাশি হয়ে ভাসে,
প্রকৃতি নিজ রঙে রঙিন হয়ে করে উল্লাস।
পাখির কলরবে মেতে উঠে সূর্য কিরণ,
ঘাস ফড়িং এর ছন্দে ছন্দে শিশির ঝড়ে মাঠে-ঘাটে,
একটি ধানের শিশির বিন্দু যেন স্বপ্ন ছবি আঁকে।
কত সুন্দর এ ধরণী, কত সুন্দর সংসার,
সত্যি, প্রকৃতি তুমি এক অনন্য উপহার।
ভালোবেসেছি তোমায় ভালোবেসেছি-
আমি মুগ্ধ হয়ে শুধুই সূর্যোদয় দেখেছি।