দূরত্ব বেড়ে যায় সন্ধ্যে নীলিমায়,
বিরহ ছুয়ে যায় হৃদয় আঙিনায়।
কুয়াশার কালো মেঘে ভালোবাসা হারায়,
দূর বহু দূর যত দূর চোখ যায়-
তুমি নেই আমি নেই শুধু স্মৃতিরা হাত বাড়ায়।
কোলাহল চারিদিকে শহুরে রাস্তায়,
সোডিয়াম আলো আজও নিভু নিভু করে
তবুও পথ দেখায়,
পথিকের রাজপথ বিশালতায় মিশে
পথ ভুলে যায়,
ক্লান্তির চাকা ঘুড়ে আজও সে রিক্সায়
শুধু মানুষ গুলোই পালটায় ।
বাকি সব ওই আগের মতোই
ঠিক যেমন ছিলো সেদিন সন্ধ্যায় ।