বর্ণবাদী করে দাও কথায়
বর্ণচোরা রাঙাও আচারে
তৃনয়নার দৃশ্য-আদৃশ্য জল
কেবল থৈ থৈ অথৈ আর
বুক বন্ধনায় জিকিরের ধ্বনি করে
আত্মনির্ভরশীলতার রহস্যমায়া,
নিখাঁদ শ্বাসের বায়ু দাও বৃক্ষ
শিকড় কাটা বৃক্ষের আগুন
মাটিতে জ্বালানো হবে তার
আশ্রয়প্রার্থী আত্মারা কোরাস ধরে
কারোপথে থ বনে
ঘন্টা বাজলেই দৌড়, দৌড়ে ছায়া ।