আমার প্রতিবেশী এক মামা ছিল
নাম প্রাণেশ, মন প্রাণ না থাকলেও,
কাঁচা টাকায় গৌরী সেনের দাদা
নাক তার ঊঁচু খুব আর ভূড়ি মাশাল্লাহ্
দেখতে গণেশের মতোন।


চোখের দৃশ্যে ষোড়শী মুখ ভাসলেই
ও মা কি ফুটফুটে মেয়ে গো,
বলতো আরে দূর যাগ গে
এই তার বারো মাসিক বাতিক যে
সেই থেকে গত হলো মাঝ থেকে
পাঁচ কন্যা রানী আর যুবরাজ।


থেকে থেকেও একা সে
মাঝে মাঝে দেখে যেয়ো বাবারে,
ঘর ছায়া বলে তারে আহা রে
সব আছে সবাই নেই মান গেল জলে
প্রাণ রে কেবল হারাধনের একটি ছেলে।