কখনো মিলে কখনো মিলে না
ডুব দেয়া স্বপ্নের দৃশ্য দেখে
আশা আর ভালোবাসায় মাটিতে আকঁড়ে থাকা
চোখে শুধু ভাসছিলো লোকালয়ে মানুষ মানুষেরার মুখ।
মনে পড়ে মায়াভরা মোবারকপুর গ্রাম
বয়ে যাওয়া ভয়াবহ বহমান বুকের নদী
ছোট ভাঙ্গাতরী বইছে নদীতে।
মাটির বুকে তলানো ধান হাসছিলো
বোধ জাগানো সৃষ্টি নেবে আয় তবে
বৃষ্টি এসো বৃষ্টি রে
আমিয়ো আজ ভেজবো রে-
জীবন কেবল নয়ন দিয়েই ভাগ করে নিতে হবে।