ভাল্লাগে না আর
এ ভাবে কাটে কতো কাল
এই ভাবে কি থাকা যায়, তার
বসন্তের হাওয়ায় পাতা নড়ে ঠিক
বৃষ্টি জলকাদায় মিলে সঠিক ।
শূন্যের গভীরে তারার খেলা
না পাওয়ার ব্যর্থতায় জ্বলছে জ্বালা,
চেনা চেনা রংধনু জলকণার আঁকা
এখানে ছায়া আর একা
ভরা জ্যোৎস্নায় ছায়া হাঁটে সাথে
তোমাকে চাই দিন আর রাতে ।