রোজ রাতেই প্রেমে পরি
আজ মনে হয় একটু বেশি
রাত থেকে রাত নীলাম্বরী
চারু প্রেম হয় সর্বনাশী!


রোজ রাতেই প্রেমে পরি
প্রেমে পড়লে কাব্য আসে
তাঁরায় তাঁরায় হিসেব করি
কোন মেয়েটা ভালোবাসে?


যেই মেয়েটা দেখতে কালো
সরু কোমর ভরা বুকে
তার সাথে প্রেম জমবে ভালো
একটা জীবন কাটবে সুখে।


যেই মেয়েটা লাজুক চোখে
দু একটা বার তাকিয়ে ছিল
হারিয়ে যাবার অলীক দুখে
এ মনটা মোর ভরিয়ে দিল।


যাকে প্রথম দেখে ছিলাম
বারান্দাতে বিকেল বেলায়
মাঝ রাতে তার প্রেমেই ছিলাম
মৈথুনে আর ছেলে খেলায়।


যেই মেয়েটা ছাদে আসে
বিষাদ চোখে আকাশ দেখে
সেই কি আমায় ভালোবাসে?
কাছে আসার মন্ত্র শেখে?


যেই মেয়েটা স্যারের বাসায়
ডাগর চোখে তাকিয়ে থাকে
তার সাথে প্রেম করবো না হয়
বাঁধবো জীবন সাতটি পাঁকে।


আর যে নীরব কথার ছলে
আমায় জ্বালায় নিজে জ্বলে?
তার প্রেমেই ভাসছি এখন
ডুবছি অতল জলের তলে।