সাজ সজ্জিত জীবন মোর
নেই তো কোনো হাসি
মা বাপে করছে দোয়া
তাই তো বেছে আছি।


ইচ্ছা ছিলো ডাক্তার হবো
হইলাম পথের কাঙ্গাল
সাইবার যুদ্ধে নাম দিয়েছি
জীবন এটাই তো আমার।


কবি হইবার ইচ্ছা ছিলো
নেই তো মনে রচনা।
রচনা আছে ঠিকানা বিহীন
ইচ্ছা নেই লেখার।


বাবা বলছে করবে কাজ
দেশের মানুষের জন্য।
দেশের মানুষ করছে আমার
জীবন টাই তো বিপন্ন।


বোন বলছে হতে হবে অনেক
বড় তকে। আমি তো ভাই হারিয়ে
গেলাম প্রেমিকার ওই চাপে।
কি বলবো লজ্জেরে ভাই আমার জীবন শেষ।
জীবন নিয়ে পালিয়ে বেড়াই আমি নির উদ্দেশ্য।