ক্ষমা কর আমায় প্রেয়শী
তোমার অল্প গল্পের ইতি টানা হয়‌ নাই।
ছায়াবিথির মত তোমাকে
একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারি নাই।
কিংবা সন্ধে ভীতি দূর করতে
কপালে লক্ষ্মী চুমু।
দেয়া হয় নি রঙ্গীন শাড়ি
অকপটে স্বীকার করা বিশ্বাস।

জীবন নদীর বাঁকে বাঁকে
কতগুলো কৃত্রিম বসন্তের অপেক্ষা।
সিঁদুর রাঙানো রমণীর পায়ের নৃত্যে
শতবর্ষী ঘুম ভাঙ্গে‌ আচমকা।

ক্ষমা করো প্রেয়শী
শরৎ সৈকতের নীলিমায়
নীল স্বপ্ন বোনা হবে হয়তো পরের জনমে।