আমার ভীষণ ইচ্ছে করে
ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো ঝাঁপিয়ে পড়ি
বিনম্র আহবানে নির্লিপ্ত পরাগায়নে

হিমায়িত সুখায়বে ঘুচুক মৌনতা
প্লাবিত হোক নিষিদ্ধ আখ্যান।
নিষিক্ত হোক মুক্তি পাক জীবাত্মা
আত্মহুতি দিক হোক বলিদান।

নিখুঁত ভাজের সন্তপর্ণে
উৎসবের ডাক রুদ্ধশ্বাস জীবাত্মার,
এ পদযাত্রা ভবদহ অন্বেষণে
আজন্ম আবেগে বিনাশী জোয়ার।

আমার ভীষণ ইচ্ছে করে
স্বৈরাচারের মতো পদদলিত করি স্বাধীনতা,
আবেগে আপ্লুত অভিলাষী অভিযুক্ত গাঁথা ।