আমি গুড়িয়ে দিব সবকিছু
কর্পোরেট প্রেমের চাদরে মোড়ানো পৃথিবীটাকে
মুচরিয়ে ফেলে দিব ডাস্টবিনে।

আমি আমার ভালোবাসাকে সার্থক করতে না পারলে
সম্ভব বলে কোন শব্দ রাখবো না।
হাসতে হাসতে গুড়িয়ে দেবো দু-চারটে লাশ
অতঃপর মাথার খুলি থেকে মগজগুলো
পুডিং এর মত চেটে খাব।

তোমাকে আমার পাওয়া না হলে
হৃদয়ে গ্রথিত সমস্ত ঘৃণা দিয়ে
পৃথিবীটাকে করে তুলবো নরক।
কিংবা এক টুকরো ইউরেনিয়ামে
গুড়িয়ে দেবো সমস্ত জাতি।

তোমার সাথে থাকা না হলে
আর কোন কপোত কপোতিকে এক হতে দিব না
ভবিষ্য বংশধর সৃষ্টির সমস্ত কাহিনীকে
কল্পকাহিনীতে পরিণত করবো।

শত বছরে গড়ে তোলা সভ্যতার কি দরকার?
যেখানে তোমার আমার পদচরণ সৃষ্টি হয়নি।
আমি নিঃশব্দ আর নিশ্চুপ করে দিব সমস্ত সৃষ্টিকে।

ধ্বংস হোক পৃথিবী
যেখানে ঘর বাঁধার স্বপ্ন শুধুই একটা স্মৃতি।