এ জীবনে একবারই এসেছে প্রেম
কুয়াশার গন্ধে মাখা শরতে,
পৌষের নীবির জোছনা মেখে
প্রেম এসেছিলো নবীন ধানের শীষে।

প্রমত্ত সাগরে নগ্ন শৈবাল কেশে
এক মানবীর প্রেমে উচ্ছ্বসিত মানব হৃদয়,
এই পৃথিবীর প্রেমে অসীম আকাশে
মানবের প্রেম পেয়েছিল অলিক প্রণয়।

কত কথা আছে বলিবার
হয়নি সময়, হয় নাই অবসর।
কত শত আকুতি, শত শত অভিপ্রায়
হয়নি বলা মানবীরে সময়ের পরিক্রমায়।

আকুতি মানবের, এক সমুদ্র ভালবাসার
শেষবার- আবার- শুধু একবার
শীতের উষ্ণ চাদরে মানবের পাশে
এক মানুষ রুপি রমনীর বেশে
হাসনাহেনার সুগন্ধ চাইনা এবার।