মানুষ আসলে কখনোই প্রেমে পড়ে না।
সেই সময় যখন শরীর মস্তিষ্ক
ভালোবাসায় বুদ হয়ে থাকে
কোন এক রমণীর সুন্দর মন খারাপে
আমরা আসলে প্রেমে পড়ি না
আমরা চাহিদা মেটাই শরীরের।
অতঃপর এক যান্ত্রিক প্রেমিকের
শেষ অধ্যায় সংসারে রূপ নেয়।
অভিমান অভিযোগের ভালোবাসা
অধিকার আর দায়িত্বে বদলায়।  

মানুষ আসলে প্রেমে পড়ে না
একটা নিশ্চিত ভবিষ্যতের জন্য
একে অপরের আশ্রয়ে পড়ে।
মানুষ আসলে প্রেমে পড়ে না
একটু বুঝতে শিখলেই সংসার গড়ে।