আচ্ছা, একি প্রেম নাকি অসুস্থ ভালবাসা?
সুস্থতা কিংবা রুগ্নতার মতো অতি সামান্য জরতা কি ভালবাসা কিংবা প্রেমকে এতো সহজেই কাবু করে ফেলতে পারে ?
যদিবা পারে তবে তোমার প্রতি আমার  ভালবাসা আজো কেন বাসি আর শুকনো ফুলের পাপড়ির মতো ঝরে পড়ল না
আজো কেন ফুটপাতের ফুচকার দোকানগুলোতে উঠতি বয়সী ছেলেমেয়েদর প্রেম দেখে আমার কোটরাগত চোখ হয় অশ্রুসিক্ত।
রিকশায় চরা নবদম্পতিকে দেখে কেবল আমার বুকটাই কেন হু হু করে
আমিও তো সবার মতো ভালোবেসেছিলাম, তবে কেন আমার ভালবাসা তোমাকে ধরে রাখতে পারলনা, একি ভালবাসার অসারতা নাকি তার ক্ষীণকায় বাহুর দুর্বলতা যার অসামর্থ্য তোমাকে কাছে টানতে পারে নি।
জীবনের এই দীর্ঘপথ পারি দিয়ে আমি বুঝেছি, ভালবাসা আসলে অজর। ভালবাসার ঘর ভেঙে তোমার প্রস্থান, তার দায় ভালবাসার না।
অন্তরের কলুষতা  ভালবাসার স্কন্ধে চাপিয়ে তুমি নিজেকে দায়মুক্ত করেছ।
প্রেম সে তো অমায়িক, সুশ্রী আর হাজার বছর ধরে মানবসভ্যতার বেঁচে থাকার অবলম্বন।