আশেপাশে তুমি নেইকো জননী
বহুদূরে আছো কোথায় জানি
রাতদুপুরে তোমায় খুঁজি
সদা আছি যেন ঘোরে
মাগো, তোমায় বড় বেশি মনে পড়ে।


তোমায় ডাকি, দাওনা সাড়া
তোমায় খুঁজে পাগল পাড়া
দেখি তোমার প্রতিকৃতি
যেদিকে চোখ পড়ে
মাগো, তোমায় বড় বেশি মনে পড়ে।


দশমাস দশদিন গর্ভে ধরে
লালন করেছ তব উদরে
শোধবার নয় এ ঋণ কভূ
ক্ষমা করে দিও আমারে
মাগো, তোমায় বড় বেশি মনে পড়ে।


জন্মেছি যবে আঁতুড় ঘরে
‘আহা’ বলে সবে করুণার স্বরে
হতাশ হয়ে সজল চোখে
তুলে নিলে তব নীড়ে।
মাগো, তোমায় বড় বেশি মনে পড়ে।


তব স্মৃতিচারণ কভূ হবে না শেষ
রয়ে যাবে তার অমলিন রেশ।
চিরদিন তোমায় করব স্মরণ
বাসব ভালো হৃদয় ভরে।
মাগো, তোমায় বড় বেশি মনে পড়ে।