স‌ঙ্গী হ‌য়ে যে তোমার সুন্দরী ললনা,
‌হেঁ‌টে যে‌তে বহু-দূর তু‌মি না কোরোনা
ছলনা কোরোনা তুমি হৃদয় ভু‌লি‌য়ে
মনরুপ ল‌গি, ত‌বে ফেলোনা ‌ত‌লি‌য়ে।


এ‌সো মোর বাহুত‌লে বাসনার তরে
হীয়া য‌বে দি‌য়ে সখী ভা‌লোবা‌সি তো‌রে।
দশহাজার ‌দিবস-রজনী কাটাই-
তোর যত ভুল মু‌ছে ,নি‌মি‌ষে ছাটাই।


জীব‌নের ক্রা‌ন্তিলগ্নে,গভীর  সখ্যতা
‌হে‌রিনু মুখশ্রী আর অসীম হৃদ্যতা-
প্র‌তি বেলায় মনের দরপ‌ণে দে‌খি,
তোর পা‌নে চা‌হে মন ভ‌রে যায় আঁ‌খি।


রামধনুর সাত রং মে‌খে‌ ‌তোর নামে
‌নিত্য নতুন লিখ‌বো চি‌ঠি সাদা খামে।


ছন্দ: ককখখ গগঘঘ ঙঙচচ ছছ