জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একমাত্র সাহিত্য সংগঠন ‘চিরকুট’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমকপূর্ণভাবে নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়। বৃহস্পতিবার বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন। প্রধান অতিথি কবি খালিদ হোসাইনের সাথে, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলা বিভাগের শিক্ষক আবু দায়েন, সুমন সাজ্জাদ, তারেক রেজা, রিলকে রশিদ, নৃকিজ্ঞান বিভাগের শিক্ষক রেজওয়ানা করিম ¯িœগ্ধা, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক সাজিদুর রহমান সজিব প্রমূখ। পরিচিতি পর্ব শেষে ‘চিরকুটে’র জীবন পঞ্জিকা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে মূল পর্বে স্বরচিত ‘কবিতা পাঠের আসর’ এর আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে থেকে আগত সাহিত্যানুরাগী কবি, সাহিত্যিক, লেখকরা স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে নবীন লেখকদের অনুপ্রাণিত করেন। এরপর তরুণ ছড়াকার নাজিয়া ফেরদৌস এর ‘বুমেরাং’ ও জনি হোসেন কাব্য’র ‘ছড়ার প্যাকেট’ বইয়ের মোড়ক উম্মোচন করেন কবি খালেদ হোসাইন। সবশেষে কেক কাটার মাধ্যমে সমাপ্তি হয় এই জন্মবার্ষিকী উৎসবের।
প্রসঙ্গত, ‘দ্রোহ ও ভালোবাসার পত্র’ উপপাদ্যে সাহিত্যের ছোট কাগজ হিসেবে ২০১১ সালের ১৮ ফেব্রুুয়ারী প্রথম প্রকাশ ঘটে ‘চিরকুট’এর। এ পর্যন্ত চিরকুটের ৬টি সংখ্যা প্রকাশিত হয়। ২০১৪ সালের ২২ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একমাত্র সাহিত্য সংগঠন হিসেবে যাত্রা শুরু  করে চিরকুট।
#..........
১৮.০২.২০১৫


http://www.banglanews24.com/beta/fullnews/bn/369059.html


http://lekhapora24.com/?p=24812


https://www.facebook.com/groups/704349319597521/


http://www.campuslive24.com/livecat/%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B8/dhaka-campus/


https://www.facebook.com/pages/%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%95%E0%A7%81%E0%A6%9F/484605251660625