পূর্ণতা তোমার মাঝে
মাহমুদা খানম


তুমি আসবে বলে
আজ বহুদিন পর সন্ধ্যা হলো নির্জন।
তুমি আসবে বলে
সাতটি রঙের ছোঁয়ায় রঙিন হলো মন।


তুমি আসবে বলে
প্রকৃতি আজ সেজেছে ভিন্ন সাজ।
তুমি আসবে বলে
নিরবে খুলে গেল হৃদয়ের ভাঁজ।


তুমি আসবে বলে
আজকের আকাশে অনেক তারা।
তুমি আসবে বলে
অতৃপ্ত এই মন আজ বাঁধনহারা।


তুমি আসবে বলে
স্বপ্নেরা আজ ভীর জমালো চোখের পাতায়।
তুমি আসবে বলে
মেঘ চলেছে ভেসে দূর সীমানায়।


তুমি আসবে বলে
মেলেছে পাঁপড়ী ঐ লাল গোলাপ।
তুমি আসবে বলে
থমকে গেছে নীল জোছনার প্রেমালাপ।


তুমি আসবে বলে
দুঃখ নদী হয়ে গেছে শুন্য।
তুমি আসবে বলে
স্বপ্ন প্রহর সুখের ছোঁয়ায় পূর্ণ।