থাকবো না আমিও একদিন,
আধারে হারাবো ঝরা পাতার মতন।
পরে রবে মোর আছে কর্ম যত,
অর্জিত কত শত  অর্জন।


আমায় নিয়ে কেউ ভাববেন আর,
থাকবেনা মোর আর মূল্য কোনো।
করতে দাফন মোরে ব্যস্ত সবে ,
সকল ই আপনজন।


আমার বাড়ি, আমার গাড়ি,
আমার আছে যত সম্পদ।
আসবে না সেদিন আর কাজে কোনো,
হারিয়ে যাবো আমি যেদিন।


থাকবো না জানি আমি চিরদিন,
ঠুনকো জীবনের হবে অবসান।
তবু কেন মিছে এই দুনিয়ায়,
চিরদিন থাকিবার অভিপ্রায়।